তফিল উদ্দিন মণ্ডল

তফিল উদ্দিন মণ্ডল

তফিল উদ্দিন মণ্ডল ১৯৫৮ সালের ৩১শে ডিসেম্বর জামালপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত বৌসের গড় গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাপম মরহুম তমিজ উদ্দিন মণ্ডল এবং মাতার নাম রাহেলা খাতুন। তফিল উদ্দিন মণ্ডলের বাল্যশিক্ষা শুরু হয় বৌসের গড় ফ্রি প্রাইমারি স্কুলে। ঐতিহ্যবাহী গুঠাইল উচ্চ বিদ্যালয় থেকে১৯৭৪ সালে এসএসসি এবং ইসলামপুর সরকারি কলেজ থেকে ১৯৭৬ সালে তিনি কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮০ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং একই বিষয়ে ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইলে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি খুররম খান চৌধুরী কলেজ, নান্দাইলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি কাঁচকুড়া ডিগ্রি কলেজ, উত্তরা, ঢাকা’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি সাহিত্যানুরাগী। লেখালেখির চাইতে পড়াশোনার দিকেই তাঁর ঝোঁক বেশি। বিশেষত ভাষাতত্ত¡, নাটক ও প্রবন্ধ তাঁর আগ্রহের বিষয় হলেও তিনি কবিতা, রম্য ও অতিপ্রাকৃত গল্প রচনাতে সিদ্ধহস্ত।
তাঁর পরিশ্রমলব্ধ লোকসাহিত্য সংগ্রহের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ।
প্রকাশিত গ্রন্থঃ
রম্য গল্প : সেই সব মজার মানুষ
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০২১
প্রকাশক : উৎস প্রকাশন
রম্য গল্প : বাহিরে যার হাসির ছটা
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০২২
প্রকাশক : উৎস প্রকাশন

তফিল উদ্দিন মণ্ডল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon